নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে

নাটোরে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:
“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ৯টার দিকে শহরের ডায়াবেটিস হাসপাতাল থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালেদ মাহামুদ, বিশিষ্ট শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র অলোক , ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার বাচ্চা সহ অন্যান্যরা।

এই সময় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ৮৪ লক্ষ মানুষ ডায়াবেটিস রোগে ভুগচ্ছেন। ডায়াবেটিস হলে ভয়ের কিছু নেই। এটা সঠিক নিয়ম করে চলতে পারলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিমিত খাওয়া, সঠিক সময়ে ঘুম, নিয়মিত হাঁটা এগুলো ঠিক ভাবে করতে পারলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। আলোচনা সভা শেষে উপস্থিত রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন …