রবিবার , এপ্রিল ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে থ্যালাসেমিয়া রোগীদের চেক বিতরন

নাটোরে থ্যালাসেমিয়া রোগীদের চেক বিতরন

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরে থ্যালাসেমিয়া রোগী ও তাদের পরিবারকে সাবলম্বী করার জন্য আয়বৃদ্ধিমুলক চেক বিতরন করা হয়েছে। বুধবার (৭জুন) বিকেলে লাসটারের আয়োজনে ভবানীগঞ্জ মোড় কার্যালয়ে ১০ জন রোগীদের মাঝে ২ লক্ষাধিক টাকার চেক বিতরন করা হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, লাসটার এনজিওর চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ফেরদৌস, লাসটারের নির্বাহী সদস্য জামাল উদ্দিন আহমেদ ও মোঃ হাসানুজ্জামান।
বক্তরা বলেন, থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত প্রদান সহ আর্থিক সহযোগিতা করে লাসটার একটি অনন্য দৃষ্টি স্থাপন করে চলেছে। এটি একটি এনজিও হলেও অনেক মানবিক কাজ করে থাকে, সামাজিক দায়বদ্ধতা নিয়ে লাসটার আরো মানবিক কাজ করবে এমনটা প্রত্যাশা করেন বক্তারা।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …