শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে তরমুজ পিস হিসেবে বিক্রির নির্দেশ

নাটোরে তরমুজ পিস হিসেবে বিক্রির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

আগামীকাল থেকে নাটোরে তরমুজ পিস হিসেবে বিক্রির নির্দেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১৬ মার্চ শনিবার দুপুরে বাজার তদারকিতে নেমে এই নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। তিনি জানান আগামীকাল থেকে কেউই কেজি হিসেবে তরমুজ বিক্রি করতে পারবেন না।

কেজি হিসেবে তরমুজ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। গতবছর জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে সকল মৌসুমি ফল ব্যবসায়ীকে কেজি হিসেবে তরমুজ বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবার আবারো ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এনে কেজি হিসেবে বিক্রি শুরু করেন এবং ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নির্ধারণ করে বিক্রি শুরু করেন। তদারকি অভিযানে শহরের নিচাবাজারস্থ সাধন ফল ঘরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন বিপণীবিতানে ঘুরে ঘুরে পণ্যের সঠিক মূল্য প্রদর্শন এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পরামর্শ দেন তিনি।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …