রবিবার , এপ্রিল ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচি “গ্রীন সিটি”র উদ্বোধন

নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচি “গ্রীন সিটি”র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
শহরের সৌন্দর্য বৃদ্ধি কল্পে নাটোরে বৃক্ষ রোপন কর্মসুচি “গ্রীন সিটি”র উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে সড়ক দ্বীপে গাছ লাগিয়ে কর্মসুচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসন, নাটোর পৌরসভা ও সড়ক জনপথ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ, পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার সহ সরকারি কর্মকর্তারা।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষ প্রকৃতির রুক্ষতা দূর করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সে কারণে এই কর্মসমুচির আওতায় পৌরসভার মধ্যে যে সড়ক দ্বীপগুলো রয়েছে এবং সড়কের পাশে যে ফাঁকা জায়গা রয়েছে সে সব স্থানে বৃক্ষ রোপন করা হবে। এতে করে শহরের পরিবেশ যেমন ছায়াঘেরা ও পরিবেশ বান্ধব হবে তেমনি শহরের রুক্ষতা দূর করে সৌন্দর্য বৃদ্ধি করবে। এই কর্মসুচির অধিনে মোট দশ হাজার গাছ লাগানো হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …