নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে জেলা ছাত্রলীগের নেতাদের ওপরে বহিরাগতদের হামলার অভিযোগ

নাটোরে জেলা ছাত্রলীগের নেতাদের ওপরে বহিরাগতদের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে জেলা ছাত্রলীগের নেতাদের ওপরে বহিরাগতদের হামলার অভিযোগ করা হয়েছে। আজ ৪ জানুয়ারি বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সংগঠনের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় কান্দিভিটাতে যাওয়ার সময় হিরা, রাব্বানী, অনিক, গোলাম দস্তগীর এর নেতৃত্বে ছাত্রলীগ নামধারী বহিরাগত সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ।

তিনি জানান, এই হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন এবং তিনি নিজেসহ একজন গুলিবিদ্ধ সহ ৯-১০ জন আহত হয়েছে। তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর নির্দেশে এবং প্রত্যক্ষ মদদে এই হামলা চালানো হয়েছে। অভিযুক্ত গোলাম রাব্বানী জানান, তিনি নন বরং জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদের নেতৃত্বেই ছাত্রলীগ কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। এতে তাদের একজন আহত হয়েছে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …