নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরে জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহি পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে ও মনজুর-ই-মওলা সাব্বিরের সঞ্চালনায় উপস্থিত বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষদের পাশাপাশি কিশোরদের নিয়েও উঠান বৈঠক, বিভিন্ন সভা-সেমিনার করা প্রয়োজন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাকের জেন্ডার এ্যান্ড জাস্টিস প্রোগ্রামের ডিভিশনাল ম্যানেজার রায়হানুল ইসলাম ও নাটোর সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার মুক্তার হোসেন। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে পৌরসভার কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী, এনজিওকর্মী, সমাজসেবক, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিককর্মীসহ ২০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …