নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে চার লাখ শিক্ষার্থীর হাতে সাড়ে ৩৭ লাখ বই

নাটোরে চার লাখ শিক্ষার্থীর হাতে সাড়ে ৩৭ লাখ বই

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ
বছরের প্রথম দিনে নাটোরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুই হাজার ছয়টিশিক্ষা প্রতিষ্ঠানের চার লাখ তিন হাজার শিক্ষার্থীর হাতে বই উৎসবের মাধ্যমেপৌঁছে দেওয়া হয়েছে ৩৭ লাখ ৪৮ হাজার নতুন পাঠ্য বই। বুধবার নাটোরসরকারি বালক বিদ্যালয় প্রাঙ্গনে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের নতুনশ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেননাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

এ উপলক্ষে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদহোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক মোঃ শাহরিয়াজ ,পুলিশ সুপার লিটন কুমার সাহা ও অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদচেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদআলীসহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সরকার প্রতিবছর এক সাথে সবনতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে। দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত।

আরও দেখুন

একসাথে এসএসসি পাস করলেন সেই ২ নারী জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করা সেই ৩ নারী জনপ্রতিনিধি ২ জন …