শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে চার লাখ শিক্ষার্থীর হাতে সাড়ে ৩৭ লাখ বই

নাটোরে চার লাখ শিক্ষার্থীর হাতে সাড়ে ৩৭ লাখ বই

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ
বছরের প্রথম দিনে নাটোরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুই হাজার ছয়টিশিক্ষা প্রতিষ্ঠানের চার লাখ তিন হাজার শিক্ষার্থীর হাতে বই উৎসবের মাধ্যমেপৌঁছে দেওয়া হয়েছে ৩৭ লাখ ৪৮ হাজার নতুন পাঠ্য বই। বুধবার নাটোরসরকারি বালক বিদ্যালয় প্রাঙ্গনে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের নতুনশ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেননাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

এ উপলক্ষে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদহোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক মোঃ শাহরিয়াজ ,পুলিশ সুপার লিটন কুমার সাহা ও অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদচেয়ারম্যান এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদআলীসহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সরকার প্রতিবছর এক সাথে সবনতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে। দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …