নীড় পাতা / আইন-আদালত / নাটোরে চাউল বাজারে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা

নাটোরে চাউল বাজারে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
চালের বাজার স্থিতিশীল রাখতে নাটোরে চালে বাজারে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান।আজ ১ জুন বুধবার দুপুর ১২টার দিকে শহরের কানাইখালি ও সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

ভোক্তা অধিকার এর একটি সূত্র জানায়, শহরের কানাইখালি এলাকায় চাল ব্যবসায়ীরা বেশি মূল্যে চাল বিক্রয় করার অভিযোগ ও বিক্রয় রশিদ দিচ্ছেন না এমন অভিযোগ পেয়েছিলেন ভোক্তা অভিদপ্তর। এরই প্রেক্ষিতে অভিযান চালালে দেখা যায় মায়ের দোয়া চাউল আড়তে মূল্য তালিকা না রাখার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩৮ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় ব্যবসাীদের উদ্দেশ্যে সহকারী পরিচালক বলেন, ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ করবেন ও চাল মজুদ করে বাজার অস্থিতিকর করবেনা। এর পাশাপাশি সচেতনার জন্য লিফলেট বিতরণ করা হয়। সহকারী পরিচালক বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …