নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গাছ থেকে আম ১৫ মে ও লিচু ৯মেথেকে সংগ্রহ শুরুর তারিখ নির্ধারণ

নাটোরে গাছ থেকে আম ১৫ মে ও লিচু ৯মেথেকে সংগ্রহ শুরুর তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: 
নাটোর জেলায় আগামী ১৫ মে গাছ থেকেনিরাপদ আম ও ৯ মে লিচু সংগ্রহ কার্যক্রম শুরুহবে। আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেফল উৎপাদক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় জানানো হয় রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক ফল প্রাপ্তি নিশ্চিতকরার লক্ষ্যে পুরো মৌসুমে গাছ থেকে বিভিন্ন জাতের আম ও লিচু সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনজেলা কৃষি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালকআব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাছুদুর রহমান, জেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হুসনা ইয়াসমিন, আম চাষী মোস্তফা কামাল, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিটিভি’র নাটোর প্রতিনিধি জালাল উদ্দিনসহ উপজেলা কৃষি কর্মকর্তা,বাগানমালিক ও ফলচাষী, আড়ৎদার এবং গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।সভার সিদ্ধান্ত অনুসারে, জেলায় ১৫ মে শুরু হয়েআম সংগ্রহ কার্যক্রম আগামী ২০ আগষ্ট

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …