নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গাঁজা সেবনের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

নাটোরে গাঁজা সেবনের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার আহতের ভাই বাদি হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত যুবকের নাম শাকিল আহম্মেদ (২৪)। তিনি উপজেলার গোপালপুর গ্রামে দুলার ব্যাপারির ছেলে।

অভিযুক্ত ব্যাক্তিরা হলেন, সাজ্জাদ হোসেন (২২), ইমরান মোল্লা (২০), সোহান সরকার (১৯) ও আব্দুল আলিম সরকার (৩৬)। তারা উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগ সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শাকিল আহম্মেদ কয়েক জন বন্ধু গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে বসে গল্প করছিল। পাশে সাজ্জাদ হোসেনসহ কয়েকজন মাদক সেবন করে অশ্লীল ভাষায় গালি গালাজ করছিল। শাকিল হোসেন বাঁধা প্রতিবাদ করলে মাথায় গাঁজা কাটা চাকু দিয়ে আঘাত করে। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাজ্জাদ হোসেন বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত নই। কে বা কার এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নাই।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। মামলা পক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …