নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ক্ষুদ্র ও নৃ-গেষ্ঠীর আর্থ-সমাজিক ও জীবন মনোনয়নের সুফলভোগীদের মাঝে ভেড়া ও সাইকেল বিতরণ

নাটোরে ক্ষুদ্র ও নৃ-গেষ্ঠীর আর্থ-সমাজিক ও জীবন মনোনয়নের সুফলভোগীদের মাঝে ভেড়া ও সাইকেল বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টীর আর্থ-সমাজিক ও জীবন মনোনয়নের লক্ষ্যে সমন্বিত প্রণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ভেড়া ও সাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে এই ভেড়া ও সাইকেল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা , সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবায়ের হাবিব ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল শাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজলসহ অন্যান্যরা। এ সময় ২০ জন ক্ষুদ্র  নৃ-গোষ্টির ছাত্র-ছাত্রীদের মধ্যে ২০টি বাইসাইকেল ও ২১৮ জনের সুফল চাষির মাঝে ৪৩৬ টি ভেড়া  বিতরণ করা হয়। পরে ক্ষুদ্র নৃ-গোষ্টীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।

পরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটিয়ে মেধাবী জাতি গঠনের লক্ষ্যে নাটোরে দুই দিন ব্যাপী ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী এই মেলায় নাটোর সদর উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রকল্প মেলায় প্রদর্শিত হচ্ছে। 

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …