নীড় পাতা / কৃষি / নাটোরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ 

নাটোরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ 

নিজস্ব প্রতিবেদক:

২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী আউশ প্রণোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ ২৯ এপ্রিল দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রান্তিক কৃষকদের মাঝে এই সার এবং বীজ বিতরণ করা হয়।

এই সার ও বীজ বিতরণে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ৮০০ জন কৃষকের মাঝে প্রতিবিঘার জন্য উফশী জাতের ৫কেজি আউস,১০কেজি ডিএপি সার, ১০ এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার করে প্রদান করা হয়।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জানান, কৃষক অন্ত প্রাণ আওয়ামী লীগ সরকার। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষকদের উন্নয়নের সর্বদা পাশে আছেন তারা যাতে সহজেই ফসল উৎপাদন করতে পারেন তার জন্যই বিনামূল্যে এই কৃষি প্রণোদনার রাসায়নিক সার বীজ বিতরণ করা হলো। বিতরণী অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …