নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে করোনা আক্রান্তের অধিকাংশই সুস্থ

নাটোরে করোনা আক্রান্তের অধিকাংশই সুস্থ

বিশেষ প্রতিবেদক:
নাটোরে করোনা আক্রান্ত ৯৩১ জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭৪২ জন। সোমাবার সকাল পর্যন্ত সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরের ৪ এপ্রিল নাটোরে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও ইতিমধ্যে ৮০৫৩ জনের নমুনা পরীক্ষায় ৯৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এখনো ফলাফল পাওয়া যায়নি ৩৩৭ জনের। ১৭২ টি নমুনা নষ্ট হয়ে গেছে এবং মারা গেছেন একজন নারীসহ ৯ জন। তাদের মধ্যে ২ জন পুলিশ সদস্য রয়েছেন। নমুনা সংগ্রহের তুলনায় শনাক্তের হার ১১.৫০%। অপরদিকে আক্রান্তের তুলনায় সুস্থতার হার সবচেয়ে বেশি ৭৯.৭০% ।আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ০.৯%।

সচেতন নাগরিকরা মনে করেন, জনগণ যদি আরো একটু স্বাস্থ্য সচেতন হয়ে চলাফেরা করতেন, তাহলে এ হার আরও কমিয়ে আনা সম্ভব ছিল। অনেকেই মনে করেন জেলা প্রশাসনে তৎপরতা ও আন্তরিকতায় এখনো পর্যন্ত নাটোরকে গ্রীণ জোনে রাখা সম্ভব হয়েছে

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, জনগণের সহযোগিতায় এই পরিস্থিতি বজায় রাখা সম্ভব হয়েছে। তারা যদি আরো একটু স্বাস্থ্য সচেতন হন তাহলে শিঘ্রই নাটোর করোনা মুক্ত হবে বলে আমি মনে করি।

আরও দেখুন

লালপুরে এক যুগ পরে যুবলীগ ইউনিয়ন শাখা’র ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।  সভাপতি রাজিব /সেক্রেটারি আরিফ

নিজস্ব প্রতিবেদক, ইউসুফ হুসাইন লালপুর (নাটোর ) নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন শাখায় দীর্ঘ ১যুগ …