শুক্রবার , এপ্রিল ২৬ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে কভিড-১৯ টিকা দেওয়া শুরু হতে বিলম্ব হওয়ায় গ্রহীতাদের ক্ষোভ প্রকাশ

নাটোরে কভিড-১৯ টিকা দেওয়া শুরু হতে বিলম্ব হওয়ায় গ্রহীতাদের ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কভিড-১৯ টিকাদান কার্যক্রম চলছে। দ্বিতীয় ডোজ টিকার সাথে এখনও চলছে প্রথম ডোজ টিকা গ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে অনেকেই টিকা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কিন্তু টিকা দেওয়া শুরু হয়নি। টিকা দেওয়া শুরু হতে দেরী হওয়ায় হওয়ায় টিকা গ্রহীতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা বলছেন সকাল ৯ টার আগেই তারা লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু টিকা দেওয়া শুরু হতে দেরী হওয়ায় তাদের অন্য কাজের ব্যাঘাত ঘটছে। নির্দিষ্ট সময়েই টিকা দেওয়া শুরু হওয়া উচিত বলে তারা মন্তব্য করেন। এদিকে অনেকেই সময় না পাওয়ার অযুহাত দেখিয়ে এখন প্রথম ডোজ টিকা দিতে এসেছেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন …