নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে একদিনে করোনায় রেকর্ড সংখ্যক ৮ জনের মৃত্যু

নাটোরে একদিনে করোনায় রেকর্ড সংখ্যক ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর হাসপাতাল এবং নাটোর জেলার বিভিন্নস্থানে করোনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপসর্গ নিয়ে মারা গেছেন ৬জন। এনিয়ে গত ২৪ ঘণ্টায় জেলার অন্তত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। গত ২৪ ঘন্টায় নাটোরে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন । ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার গতদিনের তুলনায় ৫.২৬ শতাংশ বেড়ে হয়েছে ৩৩.৮৩ শতাংশ। জেলায় মোট মৃত্যু ৭৪ জন। মোট আক্রান্ত ৫০২৮ জন। করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৬৬৩ জন।

কঠোর লকডাউনের একাদশতম দিনে শহরে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিলেও লোকজন সেদিকে তোয়াক্কা করছেন না। এদিকে গতকাল রাতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় অনেকেই এই লকডাউন বৃদ্ধির সুপারিশ করেছেন। তবে সেক্ষেত্রে কর্মহীন আয়-রোজগারহীন মানুষের খাদ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েই সেটি করা সম্ভব বলে মতামত দেন তারা।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …