নীড় পাতা / আইন-আদালত / নাটোরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের অপহরণ মামলায় রনি আহমেদ (২০) নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুর রহমান এই রায় দেন। রনি আহমেদ লালপুর উপজেলার কুজি পুকুর গ্রামের আকবর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায় গত ২০১০ সালের ২ ফেব্রুয়ারি নাটোরের লালপুর উপজেলার কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে যায় রনি আহমেদ।
এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি রনি আহমেদের বিরুদ্ধে লালপুর থানায় এজাহার দায়ের করে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে লালপুর থানা পুলিশ ৪ ফেব্রুয়ারি এজাহারটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড করে। দীর্ঘ ১২ বছর পরে মামলার শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
তবে মামলার দণ্ডপ্রাপ্ত আসামী রনি আহমেদ পলাতক রয়েছে। গ্রেফতারের পর থেকেই তার রায় কার্যকর হবে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …