রবিবার , এপ্রিল ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের ৪২ টি মন্দির ও মন্ডপ পেল আর্থিক সহায়তা

নাটোরের ৪২ টি মন্দির ও মন্ডপ পেল আর্থিক সহায়তা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের ৪২ টি মন্দির ও মন্ডপ পেল আর্থিক সহায়তা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৪২ টি মন্দিরে এই আর্থিক সহায়তা তুলে দেন নাটোর পৌরসভার মেয়র ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী। আজ ১২ অক্টোবর মঙ্গলবার সকাল দশটার দিকে পৌরসভার কার্যালয়ে এই অনুদান বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্ম শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম। জেলায় ৪২টি মন্দির ও মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে ২ লক্ষ ১৩ হাজার টাকার বরাদ্দকৃত অনুদানের চেক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তুলে দেয়া হয়।

এ সময় পৌর মেয়র উমা চৌধুরী জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের অনুষ্ঠান উৎসবমুখর ভাবে পালিত হয়। সরকার সকল মন্দির ও মণ্ডপে যাতে উৎসবের সাথে পূজা উদযাপন করতে পারে তার জন্যই এই আর্থিক অনুদান প্রদান করে। তিনি আরো বলেন, আপনারা সরকারি নির্দেশনা মতে স্বাস্থ্য বিধি অনুসরণ করে উৎসব করুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …