শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের সিংড়ায় “সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

নাটোরের সিংড়ায় “সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে চায়।

প্রতিমন্ত্রী আজ রবিবার নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে “সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক নাহিদ সুলতানা মল্লিক, পরিচালক মোঃ আমিনুল এহসান, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …