নীড় পাতা / শিরোনাম / নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মদিন পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপিত হয়। বঙ্গবন্ধুর ম্যুরালে সকাল ৮ টায় প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দীকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি সহ সরকারী কর্মকর্তাবৃন্দ প্রতিষ্ঠান প্রধান ও  রাজনৈতিক নেতৃবৃন্দ। 

সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু। অপরদিকে সিংড়া মডেল প্রেসক্লাব, ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়, পল্লী শ্রী সহ সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।

আরও দেখুন

নাটোরে চামড়া ব্যবসায়ী এবং অংশী জনের সাথে জেলা প্রশাসন এর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: কাঁচা চামড়ার সংরণক্ষণ,ক্রয় বিক্রয় ও পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে চামড়া ব্যবসায়ী ও …