শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের লালপুরে পেয়ারার আড়ালে ফেন্সিডিল বিক্রি! ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

নাটোরের লালপুরে পেয়ারার আড়ালে ফেন্সিডিল বিক্রি! ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুরে পেয়ারার আড়ালে ফেন্সিডিল বিক্রির সময় র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে দুইজন মাদকব্যবসায়ী। বুধবার রাত ৯টার দিকে উপজেলার মনিহারপুর গ্রাম থেকে ১৯২ বোতল ফেন্সিডিলসহ শাহিনুল ও মিনারুল নামে দুইজনকে আটক করেছে র‌্যাব। আটক মিনারুল রাজশাহী জেলার বাঘা উপজেলার উত্তর গাঁওপাড়া গ্রামের বাদশা মিঞার ছেলে ও  শাহিনুল লালপুর উপজেলার মহারাজপুর এলাকার মৃত বিরাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার মনিহারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখানে ফেন্সিডিল সংরক্ষণ ও বিক্রয়কালে ১৯২ বোত ফেন্সিডিলসহ  শাহিনুল ও মিনারুল আটক করে। সেখান থেকে ৪০ কেজি পেয়ারা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ঐ ফেন্সিডিল সংরক্ষণ ও বিক্রয়ের কথা জনসমক্ষে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

সাপন্থীরে নিষিদ্ধের দাবিতে লালপুরে মানব বন্ধন ও প্রতিবা সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,টঙ্গী ইজতেমা ময়ানে বিনা কারণে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগের সাথীরে উপর নৃশংস হত্যাযজ্ঞ, হামলা …