বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের লালপুরে পেয়ারার আড়ালে ফেন্সিডিল বিক্রি! ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

নাটোরের লালপুরে পেয়ারার আড়ালে ফেন্সিডিল বিক্রি! ২ মাদকব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুরে পেয়ারার আড়ালে ফেন্সিডিল বিক্রির সময় র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে দুইজন মাদকব্যবসায়ী। বুধবার রাত ৯টার দিকে উপজেলার মনিহারপুর গ্রাম থেকে ১৯২ বোতল ফেন্সিডিলসহ শাহিনুল ও মিনারুল নামে দুইজনকে আটক করেছে র‌্যাব। আটক মিনারুল রাজশাহী জেলার বাঘা উপজেলার উত্তর গাঁওপাড়া গ্রামের বাদশা মিঞার ছেলে ও  শাহিনুল লালপুর উপজেলার মহারাজপুর এলাকার মৃত বিরাজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার মনিহারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সেখানে ফেন্সিডিল সংরক্ষণ ও বিক্রয়কালে ১৯২ বোত ফেন্সিডিলসহ  শাহিনুল ও মিনারুল আটক করে। সেখান থেকে ৪০ কেজি পেয়ারা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ঐ ফেন্সিডিল সংরক্ষণ ও বিক্রয়ের কথা জনসমক্ষে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

নাটোরে যৌন হয়রানিতে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,ছোট ছোট শিক্ষার্থীদের স্পর্শকাতর স্থানে হাত দেয়া এবং যৌন হয়রানির অভিযোগে হয়বতপুর সরকারি …