নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে তথ্য আপা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত

নাটোরের লালপুরে তথ্য আপা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য়পর্যায়) তথ্য আপা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গোপালপুর পৌরসভার মন্টুর বাগানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্যসেবা সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শুকরানা আশরাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিন আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদীকা আছিয়া জয়নুল বেনু সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আরও দেখুন

নাটোরের লালপুরে শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষনের দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে শিক্ষার্থী(১২)কে অপহরণ করে ধর্ষনের দায়ে সাব্বির আলী(১৯)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং …