নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরে গণহত্যা দিবস পালন

নাটোরের লালপুরে গণহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গোপালপুর সুগার মিলে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহীদ সাগর চত্বরে  মিল কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অ‌নুষ্ঠানে অনান্যর মধ্যে বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মমিন,শহীদ পরিবার ফোরাম ৭১’ এর উপদেষ্টা সাহীন হাসান তালুকদার, সভাপতি ফরাদুজ্জামান রুবেল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …