নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে আওয়ামীলীগ নেতা মঞ্জু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন

নাটোরের লালপুরে আওয়ামীলীগ নেতা মঞ্জু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানবন্ধন করেছে পৌর আওয়ামীলীগ।

৬ মে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের প্রবেশ পথের সামনে লালপুর-বনপাড়া সড়কের দুই পাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে গোপালপুর পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সহ স্থানীয় শত শত নারী ও পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন,গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরশাদ হোসেন সাধীন,আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভূইঁয়া, পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন,নিহত মঞ্জুর ছোট ভাই মোস্তাক হোসেন প্রমুখ।

বক্তারা ,আওয়ামীলীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানান। উল্লেখ্য ৩০ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশন ভবনের পাশে রবিউলের কনফেকশনারী দোকানের সামনে আওয়ামীলীগ নেতা মঞ্জুরকে গুলি করে চলে যায় দুর্বৃত্তরা। এতে মঞ্জুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদি হয়ে স্থানীয় থানায় ১৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …