নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / নাটোরের লালপুরের লেখকের বই একুশে বইমেলায় প্রকাশিত

নাটোরের লালপুরের লেখকের বই একুশে বইমেলায় প্রকাশিত

বিশেষ প্রতিবেদকঃ
লালপুরের বহুল প্রকাশিত সাপ্তাহিক শহীদ সাগর পত্রিকার সম্পাদক, প্রকাশক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক,আমার শ্রদ্ধাভাজন-পাকশি রেলওয়ে ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক সাদ আহমেদ এর লেখা ‘লালপুরে মুক্তিযুদ্ধ ও গণহত্যা’ নামক গ্রন্থটি প্রথম প্রকাশিত হলো। বইটি একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। এতে লালপুরের গোপালপুরবাসী গর্ব অনুভব করছেন।

গোপালপুরের আব্দুল মোমিন শাহীন নামের একজন শিক্ষক তাঁর ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘গোপালপুরবাসী গর্বিত যে, লালপুরের তরুন প্রজন্ম এই বইটি পড়ে মহান স্বাধীনতা যুদ্ধে নিজ এলাকার বীর সেনানী মুক্তিযোদ্ধাদের ভুমিকা সম্পর্কে জানতে পারবে। কোথায় কিভাবে যুদ্ধ সংঘঠিত হয় তাও জানতে পারবে। অন্যদিকে স্বাধীনতা যুদ্ধে কারা কিভাবে বিরোধিতা করেছে তার বিস্তারিত তথ্যও জানতে পাবে। বইটি পড়ার মাধ্যমে লালপুরসহ সারা বাংলাদেশের তরুনরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আমরা বইটির লেখক সাদ আহমেদ এর সার্বিক সফলতা কামনা করি এবং তার পরিশ্রমকে সাধুবাদ জানাই। বইটির জন্যও শুভকামনা করি।’

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …