নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরের লকডাউন সিংড়া ও নাটোর পৌরসভার সঙ্গে যোগ হলো আরো ছয়টি পৌরসভা

নাটোরের লকডাউন সিংড়া ও নাটোর পৌরসভার সঙ্গে যোগ হলো আরো ছয়টি পৌরসভা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লকডাউন সিংড়া ও নাটোর পৌরসভার সঙ্গে যোগ হলো আরো ছয়টি পৌরসভা। জেলার ৮টি পৌরসভায় আগামী ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি। মঙ্গলবার দুপুরে দুই ঘণ্টাব্যাপী চলা সভায় সিদ্ধান্ত গ্রহণ করতে না পারায় আবারো সন্ধ্যা সাতটায় আবারও বৈঠকে বসে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি।

অবশেষে রাত দশটায় সভা শেষে এই তথ্য জানান জেলা প্রশাসক শামিম আহমেদ। তবে মহাসড়কে গণপরিবহন চলাচল অব্যাহত থাকবে। অন্য জেলার সাথে পরিবহন যোগাযোগ স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, লকডাউন বাড়ানো হয়েছে। বিধি নিষেধ আগের মতোই আছে। তবে নতুন করে নাটোরের আরো ৬ টি পৌর এলাকা এর আওতায় আসলো। তিনি সবাইকে এই বিধি নিশেষ মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

এছাড়া প্রশাসনকে সহায়তা করবার জন্য সাংবাদিক, সুধি সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সবাইকে উদাত্ত আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন আগামী এক সপ্তাহের নাটোর জেলার সবগুলো পৌরসভায় লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপ করা থাকলে করোনা ভাইরাস সংক্রমণ কমে আসবে। তাহলে ঈদ পূর্ববর্তী সময়ে কোরবানির হাট এবং সাধারণের কেনাকাটার সহজতর হবে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …