নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে মৃত্যুর ৫ মাস পর কবর থেকে জিয়াসমিন আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নওদা জোয়ারি কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি তদন্ত সুমন আহমেদ জানান, চলতি বছরের ৩১ মার্চ নওদা জোয়ারি গ্রামে স্বামীর বাড়িতে রহস্যজনক ভাবে মারা যান জিয়াসমিন আক্তার। পরে তরিঘরি করে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় জিয়াসমিনের বড় বোন ইয়াসমিন আক্তার বাদি হয়ে গত ২৪ জুন ভগ্নিপতি বেলাল হোসেন ও তার প্রেমিকা হালিমার বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফিনের উপস্থিতিতে জিয়াসমিনের মরদেহ উত্তোলন করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …