মঙ্গলবার , এপ্রিল ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বড়াইগ্রামে ৫মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

নাটোরের বড়াইগ্রামে ৫মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে মৃত্যুর ৫ মাস পর কবর থেকে জিয়াসমিন আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নওদা জোয়ারি কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

বড়াইগ্রাম থানার ওসি তদন্ত সুমন আহমেদ জানান, চলতি বছরের ৩১ মার্চ নওদা জোয়ারি গ্রামে স্বামীর বাড়িতে রহস্যজনক ভাবে মারা যান জিয়াসমিন আক্তার। পরে তরিঘরি করে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় জিয়াসমিনের বড় বোন ইয়াসমিন আক্তার বাদি হয়ে গত ২৪ জুন ভগ্নিপতি বেলাল হোসেন ও তার প্রেমিকা হালিমার বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফিনের উপস্থিতিতে জিয়াসমিনের মরদেহ উত্তোলন করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ হারালো স্কুল ছাত্র, আশঙ্কাজনক ২জন

নিজস্ব প্রতিবেদক: বড় বোনের বাড়িতে বিয়ে অনুষ্ঠানে গিয়ে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আকিব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *