নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় অবহিতকরণ কর্মশালা

নাটোরের বাগাতিপাড়ায় অবহিতকরণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে পরা রোধে এবং পুনরায় শিক্ষা গ্রহণের লক্ষে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পর্যায়ে আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এই কর্মশালায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, আউট-অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রকল্পের নাটোর জেলার লিড এনজিও পিকেএসএস’র নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আউট-অব স্কুল চিলড্রেন এডুকেশন গ্রোগ্রামের কর্মসূচী প্রধান রুহুল আমিন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …