নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বনপাড়া পৌরসভা নির্বাচন ২৯ ডিসেম্বর

নাটোরের বনপাড়া পৌরসভা নির্বাচন ২৯ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক:
দেশের পাঁচ জেলার পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের পূর্ণ ও আংশিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই অনুযায়ী নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ ডিসেম্বর। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর।

একই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া।

তিনি আরও জানান, সবগুলো নির্বাচনে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষণ করা হবে।

আরও দেখুন

আজ নর্থ বেঙ্গল সুগার মিলস এর গণহত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ৫ মে উত্তরবঙ্গের ভারি শিল্প নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার …