নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন সামগ্রী বিতরণ- ব্যালট যাচ্ছে সকালে

নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন সামগ্রী বিতরণ- ব্যালট যাচ্ছে সকালে

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে এবার ভোটের আগেরদিন ব্যালট যাচ্ছে না ভোটকেন্দ্রে। ব্যালট পেপার ছাড়া অন্যসব নির্বাচনী সামগ্রী বিতরণ করা হলেও রবিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

শনিবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বড়াইগ্রাম পৌরসভার ৯টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগামীকাল ভোর ৬টায় কঠোর নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। সেই সঙ্গে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের জন্য আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যদের কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।

বড়াইগ্রাম পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মাজেদুল বারি নয়ন এবং বিএনপির ইসাহক আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌরসভায় কাউন্সিলর পদে ৩৮ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভা মোট ভোটার ১৪ হাজার ৬শ ৬ জন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: গত নির্বাচনে পরাজিত প্যানেলের কতিপয় সদস্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে …