নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩শ রোগীকে বিনামূল্য চক্ষু সেবা

নাটোরের বড়াইগ্রামে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩শ রোগীকে বিনামূল্য চক্ষু সেবা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রাম মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্য চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিববার উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে ৩শ জন হত দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষকে বিনামূল্য চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়।

সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্য চক্ষু সেবা ও চশমা বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাত উল্লাহ নূর সুমন। এ সময় তিনি বলেন মানবিক সেবা ফাউন্ডেশন প্রতি বছর এমন সেবা অসহায় গরিব দুঃস্থদের সেবা দিয়ে থাকেন। শুধু চিকিৎসা সেবাই না তারা টিসিবির পণ্য বিতরন,ঈদ উপহার সহ যেকোন মানবিক বিপর্যয়ের সময়ও অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকে।

আজ এলাকার ৩শ মানুষকে বিনামূল্য চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় রোগীকে চশমা বিতরন করা হবে। এতে করে অসহায় মানুষের উপকার হবে। তাদের এমন কার্যক্রম চলমান থাকবে।

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …