নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে ইজিবাইক চুরির অভিযোগে আটক ৩

নাটোরের বড়াইগ্রামে ইজিবাইক চুরির অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াই গ্রামে মোঃ রিপন (২৩),শাহাদত হোসেন (২৭) ও মোঃ ইয়াছিন মোল্লা (৩৫) নামের ৩ সন্দেহভাজন অটোরিকশা চোরচক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। আজ ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার মানিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি ইজিবাইক যার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলো গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের মোঃ মেকাই এর ছেলে মোঃ রিপন, শাহাদত হোসেন একই উপজেলার আগ পুরুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও মোঃ ইয়াছিন মোল্লা একই উপজেলার পুরুলিয়া গ্রামের-মৃত মামুদ আলীর ছেলে। পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানা পুলিশ জানতে পারে যে, সন্দেহভাজন চোর চক্র একটি ব্যাটারিচালিত ইজি বাইক চুরি করে বড়াইগ্রামের দিকে যাচ্ছে।

এ সময় বড়াইগ্রাম থানা পুলিশের একটি দল উপজেলার মানিকপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সেখানে ভোর চারটার দিকে ওই চুরি যাওয়া ইজিবাইক সহ তারা সেখানে আসলে তাদের ধরে ফেলে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেন তারা।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …