নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের প্রবীণ সাংবাদিক আতহার হোসেনের মৃত্যু

নাটোরের প্রবীণ সাংবাদিক আতহার হোসেনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের সাংবাদিক জগতের পথিকৃৎ চলনবিল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আতহার হোসেন (৭৫)মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টার দিকে গুরুদাসপুর পৌর সদরের নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দুপুর আড়াইটার দিকে চাঁচকৈড় খলিফাপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ শেষে খলিফাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজশাহী বার্তা, আমার দেশ, করতোয়া, নয়া দিগন্ত, আজকালের খবর সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় দীর্ঘ ৫২ বছর সাংবাদিকতা করেছেন। আত্হার হোসেন দৈনিক দিবারাত্রি পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি মো. আব্দুল কুদ্দুস, গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, চলনবিল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …