নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের নলডাঙ্গায় কালবৈশাখী ঝড় বৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি

নাটোরের নলডাঙ্গায় কালবৈশাখী ঝড় বৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:
কালবৈশাখী ঝড়ে নাটোরের নলডাঙ্গায় আম ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার বিকালের আধা ঘন্টা কালবৈশাখী ঝড়ে অধিকাংশ বাগানের আম পড়ে নষ্ট হয়েছে। আর হালতি বিলের অধিকাংশ বোরো ধান,ভুট্রা,মরিচ গাছ মাটিতে লুটে পড়েছে।
এতে কষ্টের ফসল নিয়ে ব্যাপক ক্ষতির শষ্কায় করছে চাষীরা। উপজেলা কৃষি বিভাগ বলছে যেহেতু শিলাবৃষ্টি হয়নি কালবৈশাখী ঝড় হয়েছে সেক্ষেত্রে ক্ষতির পরিমান কম হয়েছে।বাগানের আম ঝরে পড়ে নষ্ট হয়েছে ভুট্রার গাছ হেলে পড়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায় রোববার সন্ধ্যার আগে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অধিকাংশ বাগানের আম ঝরে পড়ে নষ্ট হয়েছে।অনেক এলাকার বিভিন্ন ছোট বড় গাছের ডাল ভেঙ্গে পড়েছে। কিছু টিনেরঘরের চালা উল্টে গেছে ও কাঁচা ঘরবাড়ির ক্ষতি হয়েছে।
হালতি বিলের বোরো ধান,ভুট্রা,ও মরিচ গাছ মাটিতে লুটে পড়েছে। নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস বলেন, কালবৈশাখী ঝড় বৃষ্টিতে অধিকাংশ বাগানের আম পড়ে নষ্ট হয়েছে।হালতি বিলের ৯০ ভাগ বোরো ধান কর্তন হয়েছে।কর্তন হয়নি এমন ধান মাটিতে পড়ে গেছে।৩০ হেক্টর জমির ভুট্রা গাছ হেলে পড়েছে।এতে তেমন ক্ষতি হবে না।তবে ফসলের ক্ষয়ক্ষতির হিসাব চলছে।

আরও দেখুন

বাংলা‌দে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান

নিউজ ডেস্ক : গত বছরের অক্টোবর থেকে বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ রেখেছিল ওমান দেশটিতে বাংলাদেশি …