নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরের নলডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে সাদ্দাম হোসেন (৪৪) নাম এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে জন্ডিস, জ্বর, সর্দি-কাশি শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়। সাদ্দাম উপজেলার খাজুরা লাহিড়ীপাড়া আব্দুর রহমানের ছেলে। এলাকাবাসী জানায়, ঈদের দুই দিন আগে ঢাকায় কর্মরত গার্মেন্টসকর্মী সাদ্দাম হোসেন তার বাড়ি উপজেলার খাজুরা লাহিড়ী পাড়াতে আসেন।

গতকাল থেকে তার সর্দি কাশি জ্বর এবং শ্বাসকষ্ট দেখা দেয়। পূর্বে থেকেই তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। এমতাবস্থায় আজকে সকালে তার অবস্থার অবনতি হলে নাটোরে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহি অফিসার সাকিব আল জানান, তিনি ঘটনাটি শোনার পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ খবর নেন।

এসময় চিকিৎসককে খবর দিয়ে সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। পরে স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে মরদেহ দাফনের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়। তিনি আরো জানান, আগামী শনিবার করোনা শনাক্তের জন্য ওই পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হবে। সেই পর্যন্ত ওই বাড়িটি কে লক ডাউন করে রাখা হয়েছে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …