নীড় পাতা / Uncategorized / নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে র‌্যাব-৫ এর খাদ্য সামগ্রী উপহার

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে র‌্যাব-৫ এর খাদ্য সামগ্রী উপহার

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪ টি পরিবারের মাঝে এই উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাব-৫, সিপিসি -২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি ফরহাদ হোসেন, এএসপি তৌফিক হাসান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, মাধনগর ইউনিয়নের চেয়ারম্যান্যার আব্দুল জব্বারসহ অন্যান্যরা। প্রত্যেক পরিবারের মাঝে দেওয়া প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল,  ২কেজি আটা, ২ কেজি চিড়া, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁঁয়াজ , ২৫০ গ্রাম গুড়া দুধ, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ৫০ গ্রাম হলুদ গুড়া ও ৫০ গ্রাম মরিচের গুড়া। 

উল্লেখ্য গত রবিবার সন্ধ্যার পর উপজেলার বাঁশিলা উত্তরপাড়া গ্রামের জনৈক খলিলের বাড়ীর রান্নার চুলার আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে এসব বাড়ি এবং মালামাল সম্পূর্ণভাবে ভস্মীভুত হয়। এর পর নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, পুলিশ সুপার সাইফুর রহমান, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপি ও স্থানীয় ব্যাবসায়ী সমিতি ক্ষতিগ্রস্থদের সহযোগীতায় এগিয়ে আসেন।

আরও দেখুন

বড়াইগ্রামে জাল দলিলে কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:বড়াইগ্রামে জাল দলিলে প্রায় কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ …