নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে খামার দিবস অনুষ্ঠিত

নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে খামার দিবস অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলে উন্নত কলা কৌশল প্রয়োগে আগাম আখ রোপনে ফলন বৃদ্ধি বিষয়ে চাষীদের উদ্বুদ্ধ করতে খামার দিবস অনুষ্ঠিত হয়েছে।  দুপুরে চিনিকলের বীজ বর্ধন খামারে মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর দপ্তরের প্রধান সিপিই কৃষিবিদ দিলীপ কুমার সরকার, মিলের সিবিএ সভাপতি গোলাম কাওছার ও খামার মহাব্যবস্থাপক এমদাদুল হকসহ অন্যরা।

এ সময় চাষীরা তাদের উৎপাদিত আখের মূল্য বৃদ্ধির দাবি জানিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। পরে অংশ নেয়া চাষীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন তারা। এ সময় বেশি ফলন পাওয়া জমি পরিদর্শন করে এর কলা কৌশল বর্ণনা করেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …