নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের দেব বিগ্রহের অভিষেক ও মন্দির সংস্কার উপলক্ষে আলোচনা সভা

নাটোরের দেব বিগ্রহের অভিষেক ও মন্দির সংস্কার উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের দেব বিগ্রহের অভিষেক ও মন্দির সংস্কার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার রাজা দয়ারাম প্রতিষ্ঠিত রীঁ শ্রী শ্রী প্রসন্ন‌ কালী ও কৃষ্ণ জিউ মন্দির কমিটির আয়োজনে অত্র মন্দিরের সাপ্তাহিক ভোগ নিবেদনের আনুষ্ঠানিক অভিষেক ও মন্দির সংস্কার উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি মোহিত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর পৌর সভার মেয়র ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার,পৌর শাখার সভাপতি সমর কুমার কুন্ডু,সাধারন সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মলয় রায়সহ পূজা উদযাপন পরিষদ জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শোভন গোস্বামী,দিঘাপতিয়া এমকে অনার্স কলেজের শিক্ষক প্রভাষক সপ্তম সরকার।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *