নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে ১৬টি সাজাপ্রাপ্তসহ ৩৭মামলার আসামী সাবেন আলীকে (৪৬) ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাবেন গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া এলাকার বারশেদ আলী শাহ ছেলে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ব্যবসায়ী সাবেন আলী গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে চাল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিলেন। এসময় তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে বাঁকিতে চাউল ক্রয় করে ঢাকার বিভিন্ন মোকামে কম দামে বিক্রি করে। ব্যবসায় ধারাবাহিকভাবে লোকসান হওয়ার কারনে দেউলিয়া হয়ে যায় সে। এতে করে অন্তত ৫০জন ব্যক্তি তার কাছ থেকে ১৫কোটি টাকা পাওনাদার হয়। বিভিন্ন সময় পাওনাদারদের সে ফাঁকা চেক দিয়ে দেয়।
পরবর্তীতে টাকা পরিশোধ করতে না পারার কারনে তার নামে গুরুদাসপুর থানা সহ আদালতে অন্তত ৩৭টি মামলা দায়ের করে ভুক্তভোগিরা। এরমধ্যে ১৬টি মামলায় সে এক বছর করে কারাদান্ডপ্রাপ্ত ছিল। বাকি ২১টি মামলায় তার নামে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারী পরোয়ানা এবং সাজা মাথায় নিয়েই গত ৩বছর আগে সে গুরুদাসপুর থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুদাসপুর থানা পুলিশ রাজধানীতে সাত দিনব্যাপী অভিযান চালিয়ে রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …