নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে পাশবিক নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে র‍্যাব

নাটোরের গুরুদাসপুরে পাশবিক নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুরে পাশবিক নির্যাতনের শিকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছে র‍্যাব। দুপুরে র‍্যাব-৫ এর কমান্ডিং অফিসার লে,কর্নেল রিয়াজ শাহরিয়ার গুরুদাসপুর উপজেলা শহরের নির্যাতিত ওই শিক্ষার্থীর বাসায় যান।

তিনি ওই শিক্ষার্থী ও তার শিশু কন্যার খোঁজ খবর নেন। আজকেই পরে পরিবারকে নগদ ৫০ হাজার টাকা ও চাল,ডাল সহ খাদ্য সহায়তা প্রদান করেন। পরে তিনি সেখানে এক মত বিনিময় সভায় এ ধরনের ঘটনা রোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানান। প্রতিবেশি এক কথিত দাদার যৌন নিপীড়নের শিকার হয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এখন সন্তানের মা। র‍্যাব-৫ এর সদস্যরা ইতিমধ্যেই অভিযুক্ত জাহিদুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন …