নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নলডাঙ্গায় ‘মানবতার আলো’ সংগঠনের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

নলডাঙ্গায় ‘মানবতার আলো’ সংগঠনের ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন ‘মানবতার আলো’র পক্ষ থেকে নলডাঙ্গা উপজেলার ৭টি গ্রামে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোমবার উপজেলার অন্তর্গত রামশা কাজীপুর, বৈদ্যবেলঘড়িয়া, সমসখলসী, কাঁশোবাড়িয়া, ছোট সিংগা এবং পার্শ্ববর্তী কানমাড়িয়া ও দরবেশপুর গ্রামের ৫০টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনটি প্রতিটি পরিবারকে এক প্যাকেট উন্নতমানের লাচ্ছা, এক প্যাকেট উন্নত মানের সেমাই, ৭৫০ গ্রাম চিনি, ১ কেজি বোতলজাত সয়াবিন তেল ও ১ কেজি উন্নতমানের ময়দা বিতরণ করেছে।

সংগঠনের সভাপতি এস এম আরিফুল হক নারদবার্তাকে জানান, বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এবং ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস থেকেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, প্রয়োজনীয়তা সাপেক্ষে ভবিষ্যতে এ ধরণের জনহিতকর কর্মসূচি চলমান থাকবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় হঠাৎ ব্যাংক লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় কোনো পূর্ব ঘোষনা ছাড়াই সোমবার দুপুরে হঠাৎ বেশিরভাগ সরকারি ব্যাংকের লেনদেন …