নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় বিদ্যালয়ের মাঠে আখ ক্রয় কেন্দ্র, শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ

নলডাঙ্গায় বিদ্যালয়ের মাঠে আখ ক্রয় কেন্দ্র, শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় চারটি বিদ্যালয়ের মাঠ ভাড়া নিয়ে চলছে চিনিকলের আখ ক্রয় কেন্দ্র। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়সহ নিয়মিত সমাবেশ, শরীর চর্চা ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের চলাচলে রয়েছে দুর্ঘটনা ঝুঁকি। এই চার শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীদের যাতায়াতসহ নিয়মিত খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত আখ ক্রয় কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার দাবী জানিয়েছেন তারা।

নাটোরের নলডাঙ্গা উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়, বুড়িরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসুদেবপুর শ্রী শ্রী চন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় ও বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভাড়া নিয়ে নাটোর চিনিকলের আখ ক্রয় কেন্দ্র খোলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি মাসিক চুক্তিভিক্তিক নাটোর চিনিকলের কৃর্তপক্ষকে আখ ক্রয় কেন্দ্র খোলার জন্য ভাড়া দেয়া হয়েছে। এতে আখ বহনকারী ট্রলির বিকট শব্দে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়াসহ বঞ্চিত হচ্ছে বিরতির সময় নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা থেকে। আবার শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ায় পথে দুর্ঘটনা ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ কারনে শিক্ষক ও অভিভাবকরা আতংকে থাকে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …