মঙ্গলবার , এপ্রিল ৩০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় ইউএনও’র কাছে ২০০ জনের খাদ্যসামগ্রী হস্তান্তর করলো এনজিও ‘আশা’

নলডাঙ্গায় ইউএনও’র কাছে ২০০ জনের খাদ্যসামগ্রী হস্তান্তর করলো এনজিও ‘আশা’

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় কর্মহীন দরিদ্র অসহায়দের মাঝে বিতরণের জন্য ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী ইউএনও সাকিব-আল-রাব্বির কাছে হস্তান্তর করেছে বেসরকারী এনজিও সংস্থা আশা। সোমবার দুপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র অসহায় মানুষের জন্য বেসরকারী সংস্থা আশ’র নিজস্ব অর্থায়নে ৮০ মণ (২০০ প্যাকেট) খাদ্যসামগ্রী বরাদ্দ দেয়।

এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল। এ সময় বেসরকারী সংস্থা আশার নাটোর জেলা ম্যানেজার তায়জুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার আশরাউল হক, নলডাঙ্গা ব্রাঞ্চের ম্যানেজার জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় ইয়াবাসহ উপসহকারী কৃষি অফিসার আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় ২০ পিস ইয়াবাসহ কাউসার আহমেদ (২৮) নামে এক উপ-সহকারী কৃষি অফিসারসহ …