নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় সাড়ে ৫শ মিটার সুঁতি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

নলডাঙ্গায় সাড়ে ৫শ মিটার সুঁতি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: 
নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে অবৈধভাবে মাছ শিকারের প্রায় ২০ হাজার টাকা মূল্যের সাড়ে ৫শ মিটার সুঁতি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে,উপজেলা মৎস্য বিভাগ। 

বুধবার(২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বারনই নদী থেকে এসব জাল জব্দ করে ধ্বংস করে। নলডাঙ্গা মৎস্য বিভাগের ক্ষেত্র সংকারি মোঃ সাফিউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে, ব্রহ্মপুর ইউনিয়নের সামনে অবৈধ সুঁতিজাল দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ শিকার করছিলো, তাৎক্ষনিক আমরা খবর পেয়ে এখানে এসে সুঁতি জাল ও অবৈধ স্থাপনা জনসম্মুখে ধ্বংস করি।

নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার সরকার বলেন,সুঁতি,খরা,কারেন্ট,চায়না দুয়ারী জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগ থেকে অভিযান অব্যহত থাকবে। মৎস্য অধিদপ্তর এক্ষেত্রে-সর্বদা সজাগ থাকবে।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …