নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

নলডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ১৫ জুলাই শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার হাপানিয়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা: ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, আজ শনিবার বেলা এগারোটার দিকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় নলডাঙ্গা উপজেলার হাপানিয়া বাজার এলাকায় অবস্থিত কৃষ্ণা স্টোর স্বত্বাধিকারী দেবাশিষ রায় ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার ও একই বাজার এলাকায় অবস্থিত বন্ধন স্টোরের স্বত্বাধিকারী শিব শন্কর মানিকে ৩৭ ধারায় পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …