রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নলডাঙ্গায় পিপিই ও সুরক্ষাসামগ্রী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আসাদ

নলডাঙ্গায় পিপিই ও সুরক্ষাসামগ্রী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আসাদ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। বুধবার সকালে এসব ‍সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয় নলডাঙ্গা উপজেলা অফিস চত্বরে।

নলডাঙ্গা উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি চেয়ারম্যান, মেম্বার সচিব ও উদ্যোক্তাদের মাঝে ১৫ টি পিপিই, ২০০ পিস মাস্ক, হ্যান্ড গ্লাভস, ২০০ টি করে সাবান এবং ১৫ টি করে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও ৫ টি ইউনিয়নের ৫০ জন গ্রাম পুলিশকে ১ টি করে পিপিই হ্যাণ্ড গ্লাভস, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

অপরদিকে ১৮ টি কমিউনিটি ক্লিনিকে ২ টা করে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ২ কেজি করে ব্লিচিং পাউডার ও মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদের ২ জন ভাইস চেয়ারম্যানকে ১০ কেজি করে ব্লিচিং পাউডার, ২০০ টি করে সাবান, ২০০ টি করে মাস্ক ও ২ টি করে পিপিই প্রদান করা হয়।

এ সময় চেয়ারম্যান আসাদের সাথে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ১ নং বহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাবু, ৫নং বিপ্রবেলঘড়িয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন প্রাং সহ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …