নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নলডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মাহমুদুল হাসান (মুক্তা), নলডাঙ্গা:
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ১৫ আগস্ট ২০২০ শনিবার বেলা ১০ ঘটিকার দিকে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরীন আক্তার, নলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার শেখ মুজিবুর রহমান।

এর আগে সকাল ৯ ঘটিকার দিকে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক কে এইচ এম মোস্তাফিজুর রহমান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুআরা পারভীন রত্না, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, পৌর ছাত্রলীগের আল-আমিন ইসলাম প্রমুখ। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া, প্রার্থনা ও মিলাদ মাহফিলের আয়োজন মাধ্যমে দিবসটি পালন করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে সাত বছরের ছেলে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে …