নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের আরো ঘর পেলেন ২০০ গৃহহীন পরিবার

নলডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পের আরো ঘর পেলেন ২০০ গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় চতুর্থ ধাপে আরো ২০০ জন গৃহহীন জমিসহ আশ্রয়ণ প্রকল্পের সেমিপাকা বাড়ি পেলেন। বুধবার ভিডিও কনফারেন্স মাধ্যমে যুক্ত হয়ে ২ শতক জমির দলিল ও সেমিপাকা এসব বাড়ির চাবী উপকারভোগি গৃহহীনদের মাঝে হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধিরা উপকারভোগি ২০০ জন গৃহহীনদের মাঝে ২ শতক জমির দলিল ও সেমিপাকা বাড়ির চাবী হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার,ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু,মাধনগর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।
এর আগে নলডাঙ্গা উপজেলায় প্রথম ধাপে ৪০ টি,দ্বিতীয় ধাপে ১০ টি ও তৃতীয় ধাপে ১২৭ টি জমিসহ বাড়ি হস্তান্তর করা হয়। এসব বাড়ি ব্রহ্মপুর ইউনিয়নের চক সরকুতিয়া,বিপ্রবেলঘরিয়ার ত্রিমোহনী, চকপাড়া, মন্ডলপাড়া, নরতৎপুর, মাধনগর ইউনিয়নের বাঁশিলা,মাধবপুর এলাকায় এসব বাড়ি নির্মাণ করা হয়েছে।এসব গৃহহীনদের স্বাবলম্বি করতে সরকারী অন্যন্যা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …