শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নর্থবেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরু

নর্থবেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরু

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
উত্তরবঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থবেঙ্গল সুগার মিলে ৮৭তম ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। গতকাল (শুক্রবার) বিকেলে মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে চলতি আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদেরের সভাপত্বিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় সিঙ্গাপুর থেকে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল।

এছাড়া অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনাল আবুল রফিক, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহক আলী প্রমুখ।

উল্লেখ্য ১৮০ কর্ম দিবসে ২ লাখ ৯৬ হাজার মিট্রিক টন আখ মাড়াই করে ২৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়। চিনি আহরণের হার ৮ দশমিক ৫০ শতাংশ ধরা হয়েছে ।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …